Ad Banner 468x60px

বিয়ের খরচ হিসাব

বিয়ের অনুষ্ঠানের জন্য নানান খরচপত্র আগে থেকে মোটামুটি হিসাব করে নিলে অনেক সুবিধা হয়। তাতে খরচের টাকার যোগান এবং বাজেট মাফিক ব্যয় নির্ধারণ করে ঠিকঠাকভাবে এগুনো যায়। বিয়ের বড় খরচের মধ্যে আছে ২০০, ৩০০, ৫০০ লোকের খাওয়ার খরচ। ক্ষেত্র বিশেষে সীমিত পরিসরে ৫০ জন লোকের খাওয়ার খরচের আয়োজন করে থাকেন অনেকে। এছাড়া আনুষাঙ্গিক খরচের মধ্যে রয়েছে বিয়ের গাড়ি সাজানোর খরচ, কমিউনিটি সেন্টার ভাড়া, কমিউনিটি সেন্টারে বিয়ের খরচ, কাজী অফিসে বিয়ের খরচ, বিয়ের শেরওয়ানি দাম, বিয়ের শাড়ি দাম, শেরওয়ানির দাম - অবশ্য শেরওয়ানি ভাড়ায় পাওয়া যায়। বিয়ের কাজী খরচ সম্পর্কে কাজী অফিস থেকে খোঁজখবর নেওয়া যাবে।



এছাড়া, বিয়ের খরচের মধ্যে আছে বিয়ের কার্ড খরচ। কম খরচে বিয়ের বাজার কোথায় করবেন, বিয়ের লেহেঙ্গা শাড়ির দাম, কমিউনিটি সেন্টার ভাড়া কত, কমিউনিটি সেন্টারে বিয়ের খরচ কত- এসব সম্পর্কে তথ্য আগে থেকে সংগ্রহ করে রাখা ভালো।