Ad Banner 468x60px

বিবাহ ও তালাক রেজিস্ট্রেশনের নিয়ম : দরকারী কাগজপত্র


বিবাহ রেজিস্ট্রেশনের জন্য দরকারি কাগজপত্র ও শর্তাবলী

১. বরের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে ।

২. কনের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

৩. বয়স এবং ঠিকানা যাচাইয়ের জন্য -

জাতীয় পরিচয়পত্র (NID)/স্মার্ট কার্ড/পাসপোর্ট/ অনলাইন জন্ম নিবন্ধন সনদ/এসএসসি, দাখিল অথবা সমমানের পরীক্ষার রেজিঃ কার্ড বা সার্টিফিকেট এর যে কোন একটির ফটোকপি। (জন্মনিবন্ধন ও পরীক্ষার রেজিঃ কার্ড ও সার্টিফিকেট এর ক্ষেত্রে ছবি লাগবে)।

৪. দুই জন সাক্ষী (মুসলমান হতে হবে)।

** তালাক রেজিস্ট্রেশনের দরকারি কাগজপত্র সম্পর্কে জানতে কল করুন 01721 104 004.

===========

বিবাহ রেজিস্ট্রেশন বলতে সরকারের নির্ধারিত পদ্ধতিতে সরকারী নম্বরযুক্ত ফরমে বিবাহের অন্তর্ভুক্তি বোঝায়। বাংলাদেশে সরকারের লাইসেন্সপ্রাপ্ত কাজী মুসলমানদের বিবাহ নিবন্ধন করে থাকেন।

এক্ষেত্রে, বিদ্যমান আইনের দ্বারা নির্ধারিত তথ্য দিয়ে নির্ধারিত ছক পূরণ করে সরকারিভাবে বিবাহ তালিকাভূক্তি করা হয়। মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন ১৯৭৪ মোতাবেক মুসলমানদের প্রতিটি বিবাহের জন্য নিবন্ধন গ্রহণ বা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ নিবন্ধন না করা শাস্তিযোগ্য অপরাধ।

মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন ১৯৭৪ মোতাবেক অনুযায়ী প্রতিটি বিবাহ নিবন্ধন করতে হবে। বিবাহের দিনে, (কোনো কারণে তা সম্ভব না-হলে, বিবাহের ৩০ দিনের মধ্যে) নিবন্ধন সম্পন্ন করতে হবে। সরকারী লাইসেন্সধারী কাজী সরকার-নির্ধারিত ছকে বিবাহের নিবন্ধন করবেন। যে ছাপানো ফরমে এই নিবন্ধন করা হয় সেটি কাবিননামা বা নিকাহনামা নামে পরিচিত।

কাবিননামায় যা অবশ্যই থাকতে হবে তা হলো: বিবাহের ও নিবন্ধনের তারিখ, স্বামী ও স্ত্রীর নাম, পরিচয় ও বয়স, বিবাহের সাক্ষীদের নাম ও পরিচয়, বিবাহের দেনমোহরের পরিমাণ এবং তা আদায়ের ও বাকীর পরিমাণ, কাজীর স্বাক্ষর ও সিলমোহর ইত্যাদি। বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে বরপক্ষ নিবন্ধন ফি প্রদান করবেন। বিয়ে নিবন্ধনের পর কাজী তথা নিকাহ রেজিস্ট্রার স্বামী ও স্ত্রীকে কাবিননামার সত্যায়িত কপি প্রদান করবেন। নিবন্ধনের সময় কাজী যাচাই করবেন -

(ক) স্বামীর বয়স কমপক্ষে ২১ এবং স্ত্রীর বয়স কমপক্ষে ১৮ হয়েছে কি-না

(খ) বিবাহে স্বামী ও স্ত্রীর পূর্ণ সম্মতি রয়েছে কি-না

(গ) বিয়ের সাক্ষীগণ উপস্থিত কি-না, এবং

(ঘ) দেমমোহরের পরিমাণ যথাযোগ্য কি-না এবং তার কত অংশ আদায় করা হয়েছে।

- এসব বিষয়ে নিশ্চিত হয়ে কাজী সাহেব নিবন্ধনের কাজ সম্পন্ন করবেন।

আইন লঙ্ঘনে শাস্তির বিধান:

মুসলিম আইনে অনুযায়ী বিবাহ নিবন্ধন না করা একটি শাস্তিযোগ্য অপরাধ। বিবাহ নিবন্ধন না করলে বিচারক্রমে ২ বৎসর বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০০ টাকা জরিমানা অথবা উভয়দণ্ড প্রযোজ্য হতে পারে।

বিবাহ তালাক সংক্রান্ত সরকারী ফরমসমূহ ডাউনলোডের লিংক:

ফরম নং ১৬০৯ (’এ’ মুসলমানদিগের বিবাহ কি তালাক সংক্রান্ত রেজিস্টারী বহি)

ফরম নং ১৬০৫ (খোলা তালাক সংক্রান্ত সি (C)চিহ্নিত ৩নং রেজিস্টারী বহির দাখেলার নকল)

ফরম নং ১৬০৫ (ফরম ’বি’)(তালাকের-তফউইজের ডি চিহ্নিত ৪নং রেজিষ্টারী বহির দাখেলার নকল)

ফরম নং ১৬০৩ (ফরম ’ঙ’)( মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা)

ফরম নং ১৬০১ (ফরম ‘ঘ’)(নিকাহ্‌নামা)

ফরম নং ১৫৮০ (নকলের জন্য দরখাস্তের ফরম)